Posts

Showing posts from April, 2021

Morning Walk

Image
#21dayschallenge  #morningwalk  So for the last 21 days, I have been trying to build the habit of morning walk. And yesterday I have completed it.  The reason behind this was -  1. Normally I woke up at 7/7:30 am. But then I would just waste the time on the laptop until I have a class or other work. As a result, I wasn't getting any benefit out of it.  2. After corona arrived like other people I was also locked up at home all the time. This means I am not having any physical activities throughout the day. Another thing was my screentime increased significantly in this time.  Now adding morning walk means now I have to get out of bed after I woke up. Also, now I am having at least some physical activities in a day at the same time reducing my screentime.  The benefits am getting out of it are -  1. As I am getting early at 6 am. one or one and a half hours ahead I did previously. Now I have stretched out my day more time to do other thi...

Adda

  সবাই আড্ডা দিচ্ছে। সৌভাগ্যবশত আড্ডায় আমি ও আছি। সবাই কথা বলছে। কথার ফোয়ারা ছুটছে। কথার পিঠে কথা হচ্ছে। চারপাশ মুখরিত হয়ে আছে। আমি তন্ময় হয়ে সবার কথা শুনছি। কিছুটা ভুল। আমার ভিতরে চিন্তা কাজ করছে। আমি তাদের কথায় যোগদান করার সুযোগ খুজছি। মাথায় শব্দের পর শব্দ সাজাচ্ছি। মনঃপুত হচ্ছে না। কখনো কখনো আমি অস্ফুট স্বরে কিছু উচ্চারণ করছি। আমার আত্মবিশ্বাসহীন কথা তাদের সম্মিলিত স্বরে উড়ে যাচ্ছে। এদিকে কথা এগিয়ে যাচ্ছে। সময় সময় হাসির হল্লা বইছে। আমি ও তাদের সাথে হাসিতে যোগদান করার চেষ্টা করছি। তাদের সম্মিলিত হাসির শব্দে আমার হাসি চাপা পড়ে যাচ্ছে। তাদের সম্মিলিত কথায় আমি চাপা পড়ে যাচ্ছি। আমি ক্রমাগত নিজেকে আড্ডা থেকে দূরে খুজে পাচ্ছি। তারা এখানে থেকেও এখানে নেই। তারা আনন্দে আবগাহন করছে। আমি তাদের পিছু পিছু ছুটতে চাইছি। তাদের ধরার চেষ্টা করছি। তারা আমাকে ফেলে অনেক দূর চলে গেছে। সবাই একি জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আমি ও তাদের সাথে আড্ডায় বসে আছি। তারা আছে। আমি নেই।