Adda
সবাই আড্ডা দিচ্ছে। সৌভাগ্যবশত আড্ডায় আমি ও আছি। সবাই কথা বলছে। কথার ফোয়ারা ছুটছে। কথার পিঠে কথা হচ্ছে। চারপাশ মুখরিত হয়ে আছে। আমি তন্ময় হয়ে সবার কথা শুনছি। কিছুটা ভুল। আমার ভিতরে চিন্তা কাজ করছে। আমি তাদের কথায় যোগদান করার সুযোগ খুজছি। মাথায় শব্দের পর শব্দ সাজাচ্ছি। মনঃপুত হচ্ছে না। কখনো কখনো আমি অস্ফুট স্বরে কিছু উচ্চারণ করছি। আমার আত্মবিশ্বাসহীন কথা তাদের সম্মিলিত স্বরে উড়ে যাচ্ছে। এদিকে কথা এগিয়ে যাচ্ছে। সময় সময় হাসির হল্লা বইছে। আমি ও তাদের সাথে হাসিতে যোগদান করার চেষ্টা করছি। তাদের সম্মিলিত হাসির শব্দে আমার হাসি চাপা পড়ে যাচ্ছে। তাদের সম্মিলিত কথায় আমি চাপা পড়ে যাচ্ছি। আমি ক্রমাগত নিজেকে আড্ডা থেকে দূরে খুজে পাচ্ছি। তারা এখানে থেকেও এখানে নেই। তারা আনন্দে আবগাহন করছে। আমি তাদের পিছু পিছু ছুটতে চাইছি। তাদের ধরার চেষ্টা করছি। তারা আমাকে ফেলে অনেক দূর চলে গেছে।
Is anybody reading these?
ReplyDelete